গণপিটুনি দিয়ে ৫ জনকে মেরেছেন। ক্যামেরার সামনে প্রকাশ্য আস্ফালন রাজস্থানের আলোয়ারের বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক জ্ঞানদেব আহুজার। ভিডিও শেয়ার করে ট্যুইট করেন মহুয়া মৈত্র। ট্যুইটে তৃণমূল সাংসদ লেখেন, গোঁফওয়ালা বিজেপি দানব ৫ জনকে পিটিয়ে মেরেছে বলে গর্ব করছে। প্রকৃত শয়তানের মুখ এটাই। ট্যুইটে খোঁচা মহুয়া মৈত্রর।