WB By-election: দুটি ওয়ার্ডে উপনির্বাচন, সকালেই চড়ল উত্তেজনার পারদ। Bangla News

2022-08-21 57

রাজ্যের দুটি পুরসভার দুটি ওয়ার্ডে উপ নির্বাচন। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলছে ভোটগ্রহণ। বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ২টি ভোটগ্রহণ কেন্দ্রের ৬টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। লড়াই এখানে চতুর্মুখী। তৃণমূলের কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে। আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডেও আজ উপ নির্বাচন হচ্ছে। ১২টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৪টি বুথে ভোটগ্রহণ শুরু। সমস্ত দলই প্রার্থী দিয়েছে। আসানসোল পুরভোটে ৬ নম্বর ওয়ার্ডে জিতেছিলেন তৃণমূলের সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। বিধান উপাধ্যায় মেয়র হলেও কোনও ওয়ার্ড থেকে জিতে আসেননি। তাই দলের নির্দেশে পদত্যাগ করেন থেকে সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই উপ নির্বাচন। 

Videos similaires