Anubrata Mondal: অনুব্রতর জামিন নিয়ে দুই পক্ষের আইনজীবীর লড়াই আসানসোলে CBI-এর বিশেষ আদালতে

2022-08-20 933

আদালতে জামিনের আবেদন করলেন অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন অনুব্রতর। ‘তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত, আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন, ৭২ দিন হেফাজতে আছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল, তাঁর সঙ্গে এনামুলের কথোপকথনের প্রমাণ মিলেছে, তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রতর মেয়ে সুকন্যাও’, আদালতে দাবি সিবিআইয়ের। জামিনের আবেদন করে আদালতে পাল্টা সওয়াল অনুব্রতর আইনজীবীর।