সিবিআই বলছে বলুক, তাঁর কোনও বেনামি সম্পত্তি নেই। দাবি অনুব্রত মণ্ডলের। পাশাপাশি, তদন্তে সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করছেন বলেও দাবি করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এদিন নিজাম প্যালেস থেকে মেডিক্যাল টেস্টের জন্য আলিপুরের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই মন্তব্য করেন অনুব্রত। গরুপাচার মামলায় আজ ফের তাঁকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে।