দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে সিবিআই তল্লাশি। শিসোদিয়ার বাড়ি সহ দিল্লিতে অন্তত ২০ জায়গায় তল্লাশি। ‘দিল্লির আপ সরকারে নতুন আবগারি নীতিতে রাজস্ব ক্ষতি। অন্তত ১৪৪ কোটি টাকা রাজস্ব ক্ষতির সম্ভাবনা’। উপ মুখ্যমন্ত্রী শিসোদিয়া বিষয়টি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। ‘যে ভাল কাজ করে তাঁকেই হেনস্থা করা হয়। এই কারণেই আমাদের দেশ প্রথম হতে পারে না’, সিবিআই হানার কথা ট্যুইট করে কেন্দ্রকে নিশানা শিসোদিয়ার।