Mamata Banerjee: 'ফাইল ও কাগজপত্র ভাল করে পড়ে সই করবেন', মন্ত্রীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর । Bangla News

2022-08-19 18

ফাইল ও কাগজপত্র ভাল করে পড়বেন। তারপর সই করবেন। আজ মন্ত্রিসভার বৈঠকে এভাবেই মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন বলে সূত্রের খবর। পাশাপাশি নির্দেশ দিয়েছেন, কেউ গাড়িতে লালবাতি ব্যবহার করবেন না। পাইলট কার নেবেন না। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।