হাইকোর্টে স্বস্তি অনুব্রত-কন্যার। হাজিরা দিতে হবে না সুকন্যা-সহ ৬ জনকে, জমা দিতে হবে না টেট-নথি। নির্দেশ প্রত্যাহার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মেয়ের পাসের সার্টিফিকেট আছে। সুকন্যার চাকরি বিতর্কে প্রথমবার মুখ খুললেন অনুব্রত। ।‘মেয়ে পাস করেছে। তৃণমূল নেত্রী পাশে দাঁড়ানোয় খুশি। মমতার মন্তব্যের পর এবিপি আনন্দে প্রথমবার মুখ খুললেন অনুব্রত।