Maharashtra: রায়গড়ের বিচে অস্ত্র-বিস্ফোরক ভর্তি নৌকা, জঙ্গি হানার ছক? Bangla News

2022-08-18 130

রায়গড়ের হরিহরেশ্বর বিচে অস্ত্র-বিস্ফোরক ভর্তি নৌকা নিয়ে রহস্য। ওমান থেকে আসা নৌকায় ৩টি একে ৪৭ রাইফেল, প্রায় ৩০০ রাউন্ড গুলি। ‘দুর্যোগের মধ্যে পড়ে সমুদ্রে খারাপ হয়ে গিয়েছিল ওমান থেকে আসা নৌকা। মাঝ সমুদ্রে খারাপ হয়ে যায় নৌকার ইঞ্জিন, নাবিকদের উদ্ধার করে কোরিয়ার নৌকা। জোয়ারের টানে ভাঙাচোরা অবস্থায় কোঙ্কনের সমুদ্রসৈকতে চলে আসে ওমানের নৌকাটিকে,অস্ট্রেলিয়ার এক মহিলার নামে নথিভুক্ত নৌকা, ক্যাপ্টেন ছিলেন তাঁরই স্বামী’। কার্যত নাশকতার ছক খারিজ করে দাবি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রীর, রায়গড়ে রহস্যময় অস্ত্র-ভর্তি নৌকা, হরিহরেশ্বর যাচ্ছে মহারাষ্ট্র এটিএস। 

Videos similaires