Partha Chatterjee: 'কেউ ছাড় পাবেন না' আদালতে হাত জোর করে মন্তব্য পার্থর

2022-08-18 1,563

কেউ ছাড় পাবেন না। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে চাঞ্চল্যকর মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। আদালত কক্ষ ছাড়ার আগে জানিয়ে গেলেন পার্থ। এদিন অসুস্থতার কথা বলে আদালতে জামিনের আবেদন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী। পার্থর আইনজীবী আদালতে জানান, প্রচণ্ড অসুস্থ পার্থ। হিমোগ্লোবিন কমেছে, বেড়েছে ক্রিয়েটিনিন। শৌচাগারেও যেতে পারছেন না পার্থ। ইডি-র আইনজীবী পাল্টা সওয়াল করেন, গ্রেফতার হওয়ার আগে সুস্থ ছিলেন পার্থ। এদিক-ওদিক যেতেও পারছিলেন। অসুস্থ হলে জেল সুপারকে জানান তিনি ওষুধের ব্যবস্থা করবেন। ভুবনেশ্বর এইমসে আগেই জানিয়েছিল এই বয়সে এমন সমস্যা অস্বাভাবিক নয়। এর আগে শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলেছিলেন পার্থ। আদালতে জানান ইডি-র আইনজীবী। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন জানানো হলেও, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করেননি।

Videos similaires