Cow Smuggling: পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দিয়ে গরুপাচারের চেষ্টা, গ্রেফতার ৯ । Bangla News

2022-08-18 396

গরুপাচারের তদন্ত চলাকালীনই বীরভূম থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম দিয়ে গরুপাচারের চেষ্টা। গ্রেফতার ৯ পাচারকারী। উদ্ধার ৫০টি গরু, আটক করা হয়েছে ২টি গাড়ি।  গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে বীরভূম-কাটোয়া রোডে সাদা পোশাকে নজরদারি চালায় কেতুগ্রাম থানার পুলিশ। বৈধ নথি না থাকায় আটক করা হয় ৫০টি গরু। সূত্রের খবর, গরুপাচার তদন্তে বীরভূমের একাধিক পশু হাটের নাম উঠে এসেছে। সেই কারণে কেতুগ্রামকে সেফ করিডর হিসেবে ব্যবহার করে নদিয়া, মুর্শিদাবাদে গরু পাচারের পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

Videos similaires