বীরভূমে বসেই মুর্শিদাবাদের কিছু জায়গায় গরুপাচার কন্ট্রোল করা হত। অনুব্রতর হয়ে কাজ করতেন দেহরক্ষী সায়গল হোসেন। গরুপাচার মামলায় আজ ফের সায়গলকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে। সূত্রের খবর, জামিনের আবেদন করতে পারেন তাঁর আইনজীবী। হিসাব-বহির্ভূত সম্পত্তি ও তদন্তে পাওয়া নতুন তথ্য দেখিয়ে জামিনের বিরোধিতা করবে সিবিআই। খবর সূত্রের।