শুক্রবার বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আজ তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বৃহস্পতিবার। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।