AIFF Case: সোমবার পর্যন্ত পিছিয়ে গেল এআইএফএফ মামলার শুনানি। Bangla News

2022-08-17 30

সুপ্রিম কোর্টে এআইএফএফ মামলার শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত। অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন সুনিশ্চিত করতে ব্যবস্থা নিন। কেন্দ্রকে নির্দেশ সর্বোচ্চ আদালতের। পুরো বিষয়টি নিয়ে ফিফার সঙ্গে কথা চলছে। সমস্যা সমাধানে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সোমবার পর্যন্ত সময় দেওয়া হোক, সুপ্রিম কোর্টে আবেদন সলিসিটর জেনারেলের। তুষার মেহতার আবেদনে সাড়া সুপ্রিম কোর্টের।

Videos similaires