Murder Case: স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ! ভাইপোকে খুনের অভিযোগ কাকার বিরুদ্ধে

2022-08-17 917

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে ঠাকুরপুকুরে ভাইপোকে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। মৃতের নাম দেবজিৎ দাস। অভিযোগ, কাকিমার সঙ্গে ভাইপো দেবজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন কাকা অর্ণব। দিনকয়েক আগে পুরীতে বেড়াতে গিয়ে ফেরার পথে ট্রেনের মধ্যেও কাকা-ভাইপোর মধ্যে বচসা বাধে। তার জেরে গতকাল রাতে ফের ভাইপোকে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন কাকা। এরপর বুকে ব্যথা শুরু হওয়ায় বছর ছাব্বিশের ভাইপোকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। রাতেই অভিযুক্ত কাকাকে গ্রেফতার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। 

Videos similaires