মহারাষ্ট্রের গোন্ডিয়ায় যাত্রীবাহি ট্রেন ও মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত ৩টি কামরা। ৫০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। বিলাসপুর থেকে জোধপুর যাচ্ছিল যাত্রীবাহি ট্রেনটি। রাত আড়াইটে নাগাদ মহারাষ্ট্রের গোন্ডিয়ায় দুর্ঘটনা ঘটে। সিগনালে ত্রুটির জেরেই দুর্ঘটনা বলে রেল সূত্রে খবর।