পুতিনের গ্যাস বন্ধে বিপাকে পড়বে যে দেশগুলো!
ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। আবার পূর্ব ও মধ্য ইউরোপের কয়েকটি দেশে গ্যাস সরবরাহ করলেও পরিমানে আগের চেয়ে অনেক কম দেয়া হচ্ছে। মোট কথা ইউরোপে গ্যাস সরবরাহ কমানো অব্যাহত রেখেছে রাশিয়া। এতে গ্যাসের দামও বেড়ে গেছে অনেক। গ্যাস নিয়ে ইউরোপের উপর রাশিয়ার এ ধরণের চাপ সৃষ্টির কারণে ইউরোপের দেশগুলো মারাত্বক জ¦ালানী সংকটের মধ্যে পড়েছে। তবে কোন কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখনো বলা যাচ্ছে না। ভবিষ্যতে যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহন করছে এই মহাদেশের প্রতিটি দেশ। এসব পরিকল্পনার মধ্যে আছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট আবারো চালু করা এবং পরমানু চুল্লির মেয়াদ বাড়ানো। তাতে কী পরিস্থিতি সামলানো যাবে?