TMC: দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এবার বিস্ফোরক তৃণমূলেরই বিধায়ক

2022-08-16 1,563

দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এবার বিস্ফোরক তৃণমূলেরই বিধায়ক। "আমি একজন এমএলএ, আমার বিরুদ্ধে লড়ার জন্য অন্য গ্রুপকে দাঁড় করাচ্ছেন।'' সরাসরি নেত্রীর উদ্দেশ্যে কড়া বার্তা ইসলামপুরের তৃণমূল বিধায়কের। ব্লক সভাপতিকে না সরালে কার্যত দল ছাড়ারও হুমকি বিধায়কের। বিস্ফোরক ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক বিধায়ক। 

Videos similaires