Film Star: কর্ণ জোহরের শোয়ে এবার অতিথির আসনে একসঙ্গে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্র।

2022-08-16 2

কর্ণ জোহরের শোয়ে এবার অতিথির আসনে একসঙ্গে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্র। সোনি লিভে আসছে রকেট বয়েজ সিজন টু। ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সাইকেল চালিয়ে সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রের রোমহর্ষক সফরের সিরিজ ‘সং অফ দ্য রিভার-গঙ্গা’।  বিনোদন দুনিয়ার সেরা খবরগুলো দেখে নেওয়া যাক এখন