দুর্নীতি,স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগে এসএফআইয়ের অভিযান ঘিরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার। বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ অবস্থান। এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দুর্নীতি,স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগে অভিযানের ডাক দেওয়া হয়। বাদামতলা থেকে শুরু হয়ে মিছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। গেটের তালা ভেঙে, কেউ বা গেট টপকে ভিতরে ঢুকে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শুরু হয় অবস্থান বিক্ষোভ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।