আজ রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল। ১৪ অগাস্ট বেহালায় গিয়ে দলের তরফে খেলা দিবস পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তরফে এই দিনে সভা, মিছিল, কোথাও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড, ২৩টি জেলা সদর, জিটিএ এবং IFA অনুমোদিত সমস্ত ক্লাব ও সংস্থায় খেলাধুলোর মাধ্যমে আজ খেলা হবে দিবস পালন করা হবে। পুলিশকে সরিয়ে পরিস্থিতি সমান করে দিন, খেলবে বিজেপিও, হুঙ্কার সুকান্তর। খেলার মাঠ কেউ করে দেয় না, করে নিতে হয়, পাল্টা জয়প্রকাশ।