Mangal Pandey: স্বাধীনতার লড়াইয়ে ব্যারাকপুর থেকে ব্রিটিশদের বিরুদ্ধে মশাল জ্বালিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। বর্তমানে কেমন আছে গঙ্গাপারের এই শহর? Bangla News

2022-08-16 3

স্বাধীনতার লড়াইয়ের সলতে পাকানো শুরু হয়েছিল বিদ্রোহের শহর ব্যারাকপুর থেকে। ১৮৫৭ সালে ব্রিটিশদের বিরুদ্ধে সেই মহাবিদ্রোহের মশাল জ্বালিয়েছিলেন মঙ্গল পাণ্ডে। কেমন আছে গঙ্গাপারের এই শহর? ঘুরে দেখল এবিপি আনন্দ।