Sukanta Challenges TMC : "খেলতে বিজেপির আপত্তি নেই", তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ সুকান্তর

2022-08-16 20

"রাজ্যে যত গুণ্ডা-মস্তান আছে, তারা তৃণমূল কংগ্রেসের ছত্রচ্ছায়ায় প্রতিপালিত হয়। সবথেকে বড় গুণ্ডা তৃণমূলের পুলিশ। খেলতে আমাদের অসুবিধা নেই। কিন্তু, খেলা তো ইভেন্ট, প্লেয়িং গ্রাউন্ডে হওয়া প্রয়োজন। প্লেয়িং গ্রাউন্ড তৈরি করে দিন, বিজেপি ভাল খেলে দেবে, দারুণ ব্যাটিং করে দেবে। পুলিশকে সরিয়ে দিন, দেখি তৃণমূলের কত বড় খেলোয়াড় আছে।" মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।