বাড়িতে যজ্ঞের আয়োজন মেয়ের
2022-08-16
0
১০ বারের মধ্যে ৯ বারই সিবিআই হাজিরা এড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। শেষরক্ষা হয়নি। সিবিআই-এর হাতে গ্রেফতার হতেই হল। বিপদ পায়ে পায়ে। কেষ্টর জন্য যজ্ঞের আয়োজন করছে মেয়ে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে পূর্ব নির্ধারিত সূচি মেনেই বাড়ির ছাদে যজ্ঞ হল।