Mudiali Club: ১০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে এলাকা পরিক্রমা, স্বাধীনতা দিবসে মুদিয়ালির পুজোর থিম ঘোষণা

2022-08-15 108

মুদিয়ালি ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম প্রতীক্ষা। আজ ক্লাবের তরফে ঘোষণা করা হল পুজোর থিম। সেইসঙ্গে পুজো ঘিরে অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগের কথাও জানালেন উদ্যোক্তারা। স্বাধীনতা দিবসও পালন করা হয়। 

Videos similaires