Mudiali Club: ১০০ ফুট লম্বা জাতীয় পতাকা নিয়ে এলাকা পরিক্রমা, স্বাধীনতা দিবসে মুদিয়ালির পুজোর থিম ঘোষণা
2022-08-15 108
মুদিয়ালি ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম প্রতীক্ষা। আজ ক্লাবের তরফে ঘোষণা করা হল পুজোর থিম। সেইসঙ্গে পুজো ঘিরে অভিনব পরিবেশ বান্ধব উদ্যোগের কথাও জানালেন উদ্যোক্তারা। স্বাধীনতা দিবসও পালন করা হয়।