Sashi Panja: প্রেসিডেন্সি জেলের অনুষ্ঠানে গিয়েও পার্থর খোঁজ নিলেন না শশী পাঁজা

2022-08-15 98

প্রেসিডেন্সি জেলের অনুষ্ঠানে গিয়েও পার্থর খোঁজ নিলেন না শশী পাঁজা। প্রাক্তন শিল্পমন্ত্রীর সঙ্গে দেখা করলেন না বর্তমান শিল্পমন্ত্রী। প্রাক্তন শিল্পমন্ত্রী যেখানে বন্দি, সেই জেলে সরকারি অনুষ্ঠানে গেলেন বর্তমান শিল্পমন্ত্রী। প্রেসিডেন্সি জেলে সরকারি অনুষ্ঠানে গেলেন শশী পাঁজা, মালা রায়। পার্থ চট্টোপাধ্যায়ের খোঁজ নেওয়ার প্রসঙ্গে শশী পাঁজা বললেন, সেটার তো কোনও সম্ভাবনা নেই

Videos similaires