Paschim Bardhaman News: স্বাধীনতা দিবসে দলাদলি ভুলে একতার বার্তা বাম-তৃণমূলের

2022-08-15 116

স্বাধীনতা দিবসে দলাদলি ভুলে একতার বার্তা বাম-তৃণমূলের। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সিপিএম পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিধায়ক। গাড়ি দাঁড় করিয়ে তাঁকে পতাকা তোলার অনুরোধ জানান সিপিএম কর্মীরা। স্বাধীনতা দিবসে রাজনৈতিক রং দেখা উচিত নয়, মন্তব্য তৃণমূল বিধায়কের। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও স্বাধীনতা দিবসে একতার বার্তা দিতেই এই উদ্যোগ, প্রতিক্রিয়া সিপিএমের। এতদিন যা পর্দার আড়ালে ছিল, তা প্রকাশ্যে এল, বিজেপিকে আটকাতে এক তৃণমূল-সিপিএম, কটাক্ষ বিজেপির।

Videos similaires