Sukanta on TMC: 'পায়ের মাপ আমরাও নিতে জানি’, নাম না করে সৌগত রায়কে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

2022-08-15 108

এবার নাম না করে সৌগত রায়কে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। ‘তৃণমূল নেতারা বলছেন বিজেপি কর্মীদের চামড়া দিয়ে জুতো বানাবেন’। ‘তাঁদের বলে রাখি, পায়ের মাপ আমরাও নিতে জানি’। ‘পায়ের মাপের সঙ্গে হাতের মাপও নেওয়া হবে’। ‘বিজেপির ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেবেন না’, হুঙ্কার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।