Independence Day 2022: লন্ডনে মহাত্মা গাঁধীর স্মৃতি বিজড়িত ২০ নম্বর ব্যারন’স কোর্ট রোডে এবিপি আনন্দ
2022-08-15 6
ব্রিটিশ ভূমে আইনের পাঠ, আর দেশে ফিরে সেই ব্রিটিশদের বিরুদ্ধেই লড়াই। মাত্র ১৯ বছর বয়সে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। থাকা শুরু করেছিলেন ২০ নম্বর ব্যারন’স কোর্ট রোডে। মহাত্মা গাঁধীর স্মৃতি বিজড়িত সেই বাড়িই লন্ডনের অন্যতম দর্শনীয় স্থান।