Independence Day : ১৮’তে ফাঁসিকাঠে, স্বাধীনতার ইতিহাসে অমর ক্ষুদিরাম বসু। Bangla News

2022-08-15 6

তিন মেয়ের পর চতুর্থ সন্তান ছিলেন ক্ষুদিরাম। শোনা যায়, দুই ছেলের অকালে মৃত্যু হওয়ায়, ছোট ছেলের মৃত্যু ঠেকাতে মা লক্ষ্মীপ্রিয়া তিন মুঠো খুদের বিনিময়ে নিজের সন্তানকে তুলে দেন দিদির হাতে। খুদের বিনিময়ে দেওয়া হয়েছিল বলে ছেলের নাম হয় ক্ষুদিরাম। কে জানত, সেই ছেলের নাম একদিন ঠাঁই পাবে স্বাধীনতার ইতিহাসে!