গরুপাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের মেয়ের নামে একাধিক সম্পত্তির পাশাপাশি এবার একটি কোম্পানিরও হদিশ পেল সিবিআই। যার শেয়ার ক্যাপিট্যাল ছিল ১ কোটি টাকা। দাবি সিবিআই সূত্রে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই কৃষিপণ্যজাত প্রক্রিয়াকরণ কোম্পানির ডিরেক্টর ছিলেন অনুব্রত-কন্যা সুকন্যা ও বিদ্যুৎবরণ গায়েন। ঠিকানা, বোলপুরের কালিকাপুর। কর্পোরেট বিষয়ক মন্ত্রক থেকে এই কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছিল ২০১১ সালে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর মেয়ের নামে ১০টি সম্পত্তির দলিল মিলেছে। এর মধ্যে ৩টির ক্ষেত্রে ভোলে ব্যোম রাইস মিলের পার্টনার ছিলেন সুকন্যা মণ্ডল। এই সমস্ত সম্পত্তি ২০১৪ থেকে ২০১৬, এই ২ বছরে কেনা হয়েছিল বলে দাবি সিবিআই সূত্রে।