SukantaMajumdar:'মোদি-বিজেপি বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করবেন না' আক্রমণ সুকান্তর।Bangla News

2022-08-15 34

'দেশের প্রধানমন্ত্রীকে তুই-তোকারি করছেন মুখ্যমন্ত্রী। তার মুখের ভাষা শুনলে কষ্ট হয়। মুখ্যমন্ত্রী ও তাঁর মতো ভেবে যারা মোদি ও বিজেপি বিরোধিতা করছেন, তাঁদের বলব চাইলে মোদির বিরোধিতা করুন, বিজেপি বিরোধীতা চাইলে করুন, কিন্তু সেই পথে হাঁটতে গিয়ে দেশের বিরোধিতা করবেন না। কারণ দেশটা আমার-আপনার সবার।' মুরলীধর সেন লেনে বিজেপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।