লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৭টায় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘৭৫ বছর পর লালকেল্লা থেকে মেক ইন ইন্ডিয়া তোপধ্বনি শোনা গেল’‘মেক ইন ইন্ডিয়া সরকারি পরিকল্পনা নয়, এ এক আন্দোলন’‘এই দশক প্রযুক্তির, ভারত এই দশকের’‘আগামী ২৫ বছরে উন্নত দেশ হবে ভারত’‘বড় সংকল্প নিয়ে এগোলে স্বপ্নপূরণ হবেই’‘আগামী ২৫ বছর হবে নারীশক্তির’‘নারীশক্তি দেশকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে’‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় উন্নয়ন প্রয়োজন’