Anubrata Mandal:নতুন করে বাঁধা হচ্ছে প্যান্ডেল, অনুব্রত মণ্ডলের বাড়িতে ফের যজ্ঞের আয়োজন।Bangla News
2022-08-15 55
বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রত মণ্ডলের বাড়িতে ফের যজ্ঞের আয়োজন। নতুন করে বাঁধা হচ্ছে প্যান্ডেল। গৃহকর্তা সিবিআই হেফাজতে থাকলেও তাঁর নামেই হবে যজ্ঞ। অনুব্রতর ইচ্ছাতেই যজ্ঞ হচ্ছে, খবর তাঁর ঘনিষ্ঠ সূত্রে।