Mamata Banerjee: 'একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট তৈরি হবে', তোপ মমতার। Bangla News
2022-08-14 219
কেষ্টরা ভয় পাবে না। একটা কেষ্টকে ধরলে। লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে। এভাবেই বীরভূমের তৃণমূল সভাপতিকে কার্যত ক্লিনচিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সিকেও ফের নিশানা করেছেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলিও।