Md Selim: 'লোকে ঘাবড়ে গেলে এমন বলেন', কটাক্ষ সেলিমের। Bangla News
2022-08-14
275
'মদন মিত্র এমন কথা বলেন, লোকে মেনেও নেয়। কিন্তু অধ্যাপক সৌগত রায় যখন এমন কথা বলেন, তখন বুঝে নিতে হবে। সামথিং ইজ রং। লোকে ঘাবড়ে গেলে এমন বলে।' সৌগত-মদনের বক্তব্যে কটাক্ষ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের।