Birbhum: বীরভূমে নেতৃত্বের রাশ কার হাতে? বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব

2022-08-14 554

গ্রেফতার অনুব্রত, বোলপুরে তৃণমূলের জেলা নেতৃত্বের বৈঠক। বীরভূমে নেতৃত্বের রাশ কার হাতে? ঠিক করতে বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব। অনুব্রতকে ছাড়া বীরভূমে কীভাবে চলবে দল, রূপরেখা ঠিক করতে বৈঠক। বোলপুরের বৈঠকে সিউড়ি, লাভপুর, কেতুগ্রাম, নানুর, রামপুরহাটের বিধায়করা । বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, অভিজিত্‍ সিংহ। আইনজীবীর কাছে জেলা নেতৃত্বের বৈঠক নিয়ে খোঁজ নিলেন অনুব্রত, সিবিআই সূত্রে খবর। 

Videos similaires