Adhir Cdhowdhury: 'চাপে পড়ে এই ভাষা', সৌগতর হুমকি প্রসঙ্গে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। Bangla News

2022-08-14 381

এবার ‘অনুব্রত-বুলি’ সৌগত রায়ের গলায়। কল্যাণ-অসিতের পর বিরোধীদের হুমকি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। ‘২০২৬ পর্যন্ত আমাদেরই সরকার চলবে। তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে। ওঁরা অনুব্রতকে আঘাত করল। এইসব কায়দা করে নরেন্দ্র মোদি বাঁচতে পারবেন না। স্লোগান উঠছে, নরেন্দ্র মোদির দুই ভাই, ইডি আর সিবিআই’।

Videos similaires