বোলপুরের সিয়ান এলাকায় বড়সড় খামারবাড়ি।কেয়ারটেকারের পরিবারের দাবি, মালিকের নাম অনুব্রত মণ্ডল।প্রায় ৫০ বিঘা জমির ওপর ধান, মাছ, সবজি সবকিছুর চাষ হয়। কেয়ারটেকারের দাবি, বছর কুড়ি আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত। যা চাষ হয়, সবই বাজারে বিক্রি হয়। খামারে গবাদি পশু না থাকলেও রয়েছে বড় বড় খড়ের গাদা। মাঝেমধ্যেই খামারবাড়িতে আসতেন অনুব্রত। কেয়ারটেকারের এক আত্মীয়া অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়িতে পরিচারিকার কাজ করেন।