অনুব্রত মণ্ডলকে নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি এদিন বলেন, ৩-৪ হাজার টাকার মালিক অনুব্রত। কাঁধে করে গরু নিয়ে পাচার করতেন অনুব্রত, এটুকু বলে এমনটাই শুনতাম বলে জানালেন বিজেপি নেতা। তিনি বলেন, যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, দিনের শেষে আমরা মানুষ। উনি গ্রেফতার হয়েছেন। আস্তে আস্তে আরও অনেক জিনিস খুলবে। ততটাই কামাও, যতোটা ভোগ করতে পারবে। উনি এতটাই কামিয়ে ফেলেছেন, মানে আমাদের কাছে এখনও যা কাগজ পত্র জমা পড়েছে, তাতে করে উনি ৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক।