Jiban Singh: স্বাধীনতা দিবসের আগে, ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি করলেন KLO’র প্রধান জীবন সিংহ। Bangla News
2022-08-14 36
স্বাধীনতা দিবসের আগে, ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি করলেন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় তিনি দাবি করেছেন, তাঁদের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন জেপি নাড্ডা ও আরএসএস। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।