Bankura : ১৫ দিন ধরে বিদ্যুৎহীন বাঁকুড়ার কুলুপুকুর গ্রাম, মিলছে না পানীয় জল
2022-08-13 33
১৫ দিন ধরে বিদ্যুৎহীন বাঁকুড়ার কুলুপুকুর গ্রাম। বিদ্যুৎ না থাকায় মিলছে না পানীয় জল। বিদ্যুৎ দফতরকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশ্বাস বিদ্যুৎ দফতরের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।