ডানদিকের বাঁদিকের লোকেরা টাকার পাহাড়ে বসে আছে উনি বুঝতে পারলেন না? উনি কি চোখে কাপড় বেঁধে আছেন? শুভেন্দু অধিকারী কত টাকা চুরি করেছে, কোথায় রেখেছে উনি সব জেনে গিয়েছেন। দূরবীন আছে নাকি, পাশের লোককে দেখতে পারেন না। অনেক সময় বাইফোকাল চশমা লাগায় লোকে, পাশে দেখা যায় না দূরে দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের।