Anubrata Mandal: অনুব্রতকে নিজাম প্যালেসে জেরা শুরু CBI-এর

2022-08-13 86

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে জেরা শুরু সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, বিএসএফ কমাডান্ট সতীশ কুমারের আমলে মুর্শিদাবাদ ও মালদা সীমান্ত দিয়ে ২০ হাজারের বেশি গরু পাচার করা হয়েছিল। বীরভূমকে করিডর হিসেবে ব্যবহার করা হয়। এই তথ্য চার্জশিটেও উল্লেখ করা হয়। সিবিআই সূত্রে দাবি, গরুপ্রতি ২ হাজার টাকা নিত বিএসএফ, কাস্টমস নিত ৫০০ টাকা। গরুপাচারের টাকার ভাগ যেত প্রভাবশালীদের কাছে। নগদে হত লেনদেন। কাদের কাছে টাকা পৌঁছত, সেই সম্পর্কে জানতে চাওয়া হয় অনুব্রতর কাছে। খবর সূত্রের।

Videos similaires