Suvendu Adhikari: নন্দীগ্রামে ‘বাধা’, আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

2022-08-13 250

নন্দীগ্রামে গতকাল তেরঙ্গা যাত্রায় শুভেন্দুকে ‘বাধা’, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অনুমতি ছিল না তেরঙ্গা যাত্রার, দাবি পুলিশের। ‘পাকিস্তান নাকি যে তেরঙ্গা যাত্রায় অনুমতি লাগবে?’ পাল্টা প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।  রামনগরে বিজেপির তেরঙ্গা যাত্রা আটকাল পুলিশ। অনুমতি না নেওয়ায় মিছিল আটকানো হয়েছে, পাল্টা দাবি পুলিশের। 

Videos similaires