Birbhum: 'চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি চিরস্থায়ী নয়' ফেসবুক পোস্ট 'অনুব্রত বিরোধী' নেতার

2022-08-13 149

চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা ও শক্তি চিরস্থায়ী হয় না। CBI’এর হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট, তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত নেতা কাজল শেখের। নানুরের এই তৃণমূল নেতার পোস্টকেই আবার শেয়ার করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। যদিও, কাজল শেখের দাবি, তাঁর পোস্ট অনুব্রতর উদ্দেশে নয়। 

Videos similaires