Salman Rushdie: নিউইয়র্কে লেখক সলমন রুশদির ওপর হামলা

2022-08-12 96

নিউইয়র্কে লেখক সলমন রুশদির ওপর হামলা। স্টেজের ওপরেই আক্রান্ত সলমন রুশদি। মঞ্চে ভাষণ দেওয়ার সময়েই আক্রান্ত সলমন রুশদি। সলমন রুশদিকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ। হাসপাতালে ভর্তি করা হয়েছে সলমন রুশদিকে। হামলাকারীকে আটক করা হয়েছে। সলমন রুশদির বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেস। বিতর্কিত বইয়ের জন্য বারবার হুমকির মুখে পড়েন রুশদি। ১৯৮৮ সালে ইরানে দ্য স্যাটানিক ভার্সেস বইকে নিষিদ্ধ করা হয়। 

Videos similaires