Jharkhand: সিঙ্গল বেঞ্চে নয়, বিধায়কদের জামিন-মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে

2022-08-12 57

CID নতুন ধারা যোগ করায়, মামলার সর্বোচ্চ সাজার মেয়াদ বেড়েছে। এই কারণে, নোটকাণ্ডে ধৃত ঝাড়খণ্ডের তিন বিধায়কের জামিনের মামলার শুনানি, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বদল ডিভিশন বেঞ্চে হবে। শুনানি হবে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে।

Videos similaires