Anubrata Mondal: মানসিক কারণে ছুটি নিয়েছি, জানালেন অনুব্রতর বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

2022-08-12 87

"ব্যক্তি আমি ও চিকিৎসক আমি এক নয়। ব্যক্তি আমার স্বাধীনতা আছে। আমার একটাই রাজনৈতিক পরিচয় আমি ভারতীয়। অনুব্রতর চিকিৎসা নিয়ে সবাইকে যা বলেছি, সিবিআইকে একই কথা বলেছি। মানসিক কারণে ছুটি নিয়েছি। প্রভাবশালী নেতার বিরুদ্ধে কমেন্ট করতে বাধ্য হয়েছি। সেই জন্য আমার নিরাপত্তার বিষয়টি রয়েছে।'' জানালেন অনুব্রতর বোলপুরের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী

Videos similaires