TMC:'যেভাবে অপমান করেছিলেন, সেভাবেই অপমানিত হচ্ছেন', অনুব্রতকে খোঁচা নদিয়ার তৃণমূল নেতার।Bangla News

2022-08-12 1,236

সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে পথে তৃণমূল। আর এই প্রেক্ষাপটেই পুরনো ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে অনুব্রত মণ্ডলকে খোঁচা নদিয়ার তৃণমূল নেতা শৈলেন ঘোষের। ’১৮-র পঞ্চায়েত ভোটের ফল দেখে প্রকাশ্য সভায় কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের তৎকালীন সভাপতি শৈলেন ঘোষকে অপমান করেছিলেন অনুব্রত মণ্ডল। সেদিনের সেই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে আজ অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর দলের নদিয়া জেলার প্রাক্তন পর্যবেক্ষক তথা তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে খোঁচা দিলেন তাঁরই দলের নেতা।

Videos similaires