Ananda Sakal: 'দল হাজিরায় বারণ করলে পিজি থেকেই অসুস্থ লিখে দিত,' অনুব্রত প্রসঙ্গে বিস্ফোরক মদন

2022-08-12 67

'দল (TMC) কাউকে হাজিরা দিতে যেতে বারণ করেনি। যদি দল কাউকে যেতে বারণ করত, তা হলে এসএসকেএম (SSKM) হাসপাতাল থেকে একটা রিপোর্ট (report) সহজেই বের করে দেওয়া যেত যে অনুব্রত মণ্ডল (anubrata mondal) এত অসুস্থ, যেতে পারবেন না।' তৃণমূলের বীরভূম জেলা সভাপতির গ্রেফতারি নিয়ে এবিপি আনন্দের সামনে অকপট কামারহাটির বিধায়ক মদন মিত্র (madan mitra)। 

Videos similaires